Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

উপজেলা প্রশাসনের পটভূমি

উপজেলা প্রশাসনের পটভূমি

সরকারেরবিকেন্দ্রীকরণ নীতির ফলশ্রুতিতে ১৯৮২ সনে উপজেলা ব্যবস্থা প্রবর্তিত হয়এবং স্থানীয় সরকার(উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন পুনর্গঠন) অধ্যাদেশ, ১৯৮২ এর আওতাধীনে উপজেলা পরিষদের গঠন,ব্যবস্থাপনা ও দৈনন্দিন কাজকর্ম পরিচালিত হত। ১৯৮২ সালেরএপ্রিল মাসে তৎকালীন সরকার দেশের প্রশাসনিক পুর্নগঠন/সংস্কার এর জন্য একটিউচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি গঠন করেন। উক্ত কমিটির সুপারিশের প্রেক্ষিতেসমগ্র দেশে ৪৬০টি উপজেলা ও ৬৪টি জেলা গঠন করা হয়। জনগনের সরাসরি ভোটেনির্বাচিত জন প্রতিনিধি অর্থাৎ উপজেলা পরিষদের চেয়ারম্যানের নিকটহস্তান্তরিত বিষয়সমূহের প্রশাসনিক,আর্থিক ও উন্নয়নমূলক কর্মকান্ডের সার্বিকদায়িত্ব প্রদান করা হয়। অতঃপর ১৯৯১ সনে উপজেলা পদ্ধতি বাতিল করা হয়।পরবর্তীতে ১৯৯৮ সনে উপজেলা পরিষদ আইন প্রনয়ন হলেও উপজেলা পরিষদের নির্বাচনঅনুষ্ঠিত হয়নি। ২০০৮ সনে তত্ত্বাবধায়ক সরকার উপজেলা পরিষদ অধ্যাদেশপ্রবর্তন করেন এবং এর অধীনে ২০০৯ সনের ২২ জানুয়ারি উপজেলা পরিষদ নির্বাচনঅনুষ্ঠিত হয়। অতঃপর বর্তমান সরকার ১৯৯৮ সনের উপজেলা পরিষদ আইনের কিছুসংশোধনীসহ উপজেলা পরিষদ সংশোধনী আইন ২০০৯ প্রণয়ন করেন এবং তদানুযায়ীবর্তমানে উপজেলা পরিষদসহ উপজেলার সার্বিক কার্যক্রম পরিচালিত হচ্ছে।