উপজেলা আইন-শৃংখলা কমিটির জুলাই/২০১৩ মাসে অনুষ্ঠিত সভার কার্যবিবরণী
উপজেলাঃ কালীগঞ্জ, জেলাঃ গাজীপুর।
স্থান ঃ উপজেলা পরিষদ সভাকক্ষ, কালীগঞ্জ, গাজীপুর।
তারিখ ঃ ২৩/০৭/২০১৩ খ্রিঃ সময়ঃ সকাল ১১.০০ ঘটিকা।
সভাপতি ঃ মোঃ কামরুল আহসান তালুকদার, উপজেলা নির্বাহী অফিসার, কালীগঞ্জ, গাজীপুর।
সভায় উপস্থিত সদস্যবৃন্দের নামের তালিকা (স্বাক্ষরের ক্রমানুসারে) পরিশিষ্ট ‘‘ক’’ তে এবং অনুপস্থিত সদস্যবৃন্দের নামের তালিকা পরিশিষ্ট ‘‘খ’’তে দ্রষ্টব্য।
সভার শুরুতে সভাপতি উপস্থিত সম্মানিত সদস্যবৃন্দকে স্বাগত জানান এবং তিনি পূর্ববর্তী সভার কার্যবিবরণী সভায় পাঠ করে শুনান।। কোন সংশোধনী প্রসত্মাব না থাকায় কার্যবিবরণীটি সর্বসম্মতিক্রমে অনুমোদিত ও গৃহীত হয়। সভায় অত্র উপজেলার আইন-শৃংখলা পরিস্থিতি সম্পর্কে বিসত্মারিত আলোচনা ও পর্যালোচনান্তে নিম্নরূপ সিদ্ধান্ত গৃহীত হয়ঃ
ক্রঃ নং ও বিষয় | আলোচনা | সিদ্ধান্ত | দায়িত্ব |
১। সার্বিক আইন- শৃংখলা পরিস্থিতিঃ | সভায় কালীগঞ্জ উপজেলার আইন-শৃংখলা পরিস্থিতি সর্ম্পকে বিস্তারিত আলোচনা হয়। অফিসার ইনচার্জ, কালীগঞ্জ থানা, কালীগঞ্জ, গাজীপুর সভায় জানান যে, জুলাই/২০১৩ মাসে মোট ১৫ টি মামলা হয়েছে। মাদক আইনে- ০৪ টি, চুরি-০২ টি, নারী ও শিশু নির্যাতন দমন আইনে ০১ টি এবং বাকী ০৮ টি মামলা হয়েছে অন্যান্য আইনে। তিনি জানান যে, আইন-শৃংখলার উন্নয়নে আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। আশা করছি আপনাদের সকলের সহযোগীতা পেলে অবশ্যই সফলকাম হবো। সভায় আইন-শৃংখলা বিষয়ে বিস্তারিত আলোচনান্তে সকলেই একমত পোষণ করেন যে, মামলার দিক থেকে বিগত সময়ের চেয়ে জুলাই/১৩ মাসে আইন-শৃংখলা পরিস্থিতি ভাল ছিল। এ ধারা অব্যাহত রাখার জন্য অফিসার ইনচার্জ, কালীগঞ্জ থানাকে পরামর্শ প্রদান করেন।
চেয়ারম্যান, উপজেলা পরিষদ, কালীগঞ্জ তুমলিয়া ইউনিয়নের শিমুলিয়া এলাকায় পুলিশি টহল বৃদ্ধি, মাদকসেবী এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য অফিসার ইনচার্জ, কালীগঞ্জ থানাকে সভায় পরামর্শ প্রদান করেন। রমজান মাসে আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য অফিসার ইনচার্জ, কালীগঞ্জ থানাকে সভায় ধন্যবাদ জানান। সভায় কালীগঞ্জকে তিনি শান্তির নগরী হিসেবে আখ্যায়িত করেন।
ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ, কালীগঞ্জ বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সার্বিক আইনশৃংখলা পরিস্থিতি ভাল মর্মে সভায় জানান। মাদকসেবী এবং মাদকসেবীদের অপরাধ প্রবনতা রোধকল্পে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য অফিসার ইনচার্জ, কালীগঞ্জ থানাকে সভায় অনুরোধ জানান।
মহিলা ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ, কালীগঞ্জ আইনশৃংখলা পরিস্থিতি ভাল। চলতি রমজান মাসে আইনশৃংখলা পরিস্থিতির যাতে অবনতি না ঘটে সেদিকে সতর্ক র্দষ্টি রাখার জন্য অফিসার ইনচার্জ, কালীগঞ্জ থানাকে সভায় অনুরোধ জানান।
উপজেলা নির্বাহী অফিসার, কালীগঞ্জ রমজান মাসে আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য অফিসার ইনচার্জ, কালীগঞ্জ থানাকে সভায় ধন্যবাদ জানান। ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর মুসলমান জাতি ভাবগাম্বীরজের সাথে উদযাপন করতে পারে সেদিকে সতর্ক দৃষ্টি রেখে আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য অফিসার ইনচার্জ, কালীগঞ্জ থানাকে সভায় অনুরোধ জানান।
চেয়ারম্যান, তুমলিয়া ইউ/পি, সভায় জানান যে, আইন-শৃংখলা পরিস্থিতি মোটা-মোটি ভাল। মাদক সন্ত্রাস নির্মুল করার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য সভায় অনুরোধ জানান। চেয়ারম্যান, মোক্তারপুর ইউ/পি সভায় জানান যে, আইন-শৃংখলা পরিস্থিতি মোটা-মোটি ভাল। আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য ভারপ্রাপ্ত কর্মকর্তা, কালীগঞ্জ থানাকে ধন্যবাদ জানান। চেয়ারম্যান, বক্তারপুর ইউ/পি সভায় জানান বর্তমানে আইন-শৃংখলা পরিস্থিতি ভাল মর্মে সভাকে অবহিত করেন। আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করা আশ্বাস প্রদান করেন। চেয়ারম্যান, বাহাদুরসাদী ইউ/পি সভায় জানান যে, আইন-শৃংখলা পরিস্থিতি মোটা-মোটি ভাল। এধারা অব্যাহত রাখার জন্য সভায় অনুরোধ জানান। চেয়ারম্যান, জামালপুর ইউ/পি, সভায় জানান যে, আইন-শৃংখলা পরিস্থিতি মোটা-মোটি ভাল। নারগানা ও জাংগালীয়া এ দুটি স্থানে ডাকাতির ঘটনা সংঘঠিত হয়েছে। মাদক সেবীদের কারণে চুরি-ডাকাতির ঘটনা সংঘঠিত হয় মর্মে সভায় জানান। মাদক সন্ত্রাস নির্মুল করার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য সভায় অনুরোধ জানান।
অতঃপর দফাওয়ারী নিম্নরূপ আলোচনা ও সিদ্ধামত্ম গৃহীত হয়। | আইন-শৃংখলা পরিস্থিতির আরো উন্নতির চেষ্টা করার জন্য ভারপ্রাপ্ত কর্মকর্তা, কালীগঞ্জ থানাকে সভায় অনুরোধ করা হয় এবং সংশ্লিষ্ট সকলকে সহযোগীতার জন্য অনুরোধ করা হয়। |
১। ভারপ্রাপ্ত কর্মকর্তা কালীগঞ্জ থানা।
২। সংশিষ্ট সকল
|
২। চুরি, ডাকাতি | চলতি মাসে চুরির ০২টি ঘটনা সংঘটিত হয়েছে। | বেশী করে সাজা ও জেল জরিমানা করা এবং সহজে যাতে বেরিয়ে না আসতে পারে সে ব্যবস্থা গ্রহনের সিদ্ধামত্ম গৃহীত হয়। | ভারপ্রাপ্ত কর্মকর্তা, কালীগঞ্জ থানা |
৩। শিশু ও নারী নির্যাতন/ পাচার/ এসিড নিক্ষেপঃ | নারী ও শিশু নির্যাতন দমন আইনে এ মাসে মোট ০২ টি মামলা হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়া অব্যাহত আছে। তবে পাচার বা এসিড নিক্ষেপের মত কোন ঘটনা এ মাসে ঘটেনি। | নিরপেক্ষভাবে এবং সতর্কতার সাথে তদমত্ম করে দেখতে ওসি কালীগঞ্জকে সভায় অনুরোধ করা হয়। | ভারপ্রাপ্ত কর্মকর্তা, কালীগঞ্জ থানা
|
৪। চোরা চালান ও মাদকদ্রব্য ব্যবসা/ সেবন এবং পরিবহণঃ | মাদক দ্রব্যআইনে চলতি মাসে ০৪ টি মামলা হয়েছে। কোন চোরা চালানের ঘটনা ঘটেনি। | বেশী করে সাজা ও জেল জরিমানা করা এবং সহজে যাতে বেরিয়ে না আসতে পারে সে ব্যবস্থা গ্রহনের সিদ্ধামত্ম গৃহীত হয়। | ১। ভারপ্রাপ্ত কর্মকর্তা, কালীগঞ্জ থানা ২। সংশিষ্ট সকল |
৬। বাল্য বিবাহ ও যৌতুকঃ | বাল্য বিবাহ আইনে চলতি মাসে কোন ঘটনা সংঘটিত হয়নি। সভায় বাল্য বিবাহ রোধকল্পে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। চেয়ারম্যান, উপজেলা পরিষদ সভায় বাল্যবিবাহ রোধকল্পে আরো জোরালো পদক্ষেপ গ্রহণ করা জন্য পরামর্শ প্রদান করেন। মহিলা বিষয়ক কর্মকর্তা সভায় জানান যে, এ মাসে বাল্য বিবাহের মতো ঘটনা সংঘটিত সংঘটিত হয়নি। | এ ধারা যেন অব্যাহত থাকে সে আশাবাদ ব্যক্ত করা হয়। | সংশিষ্ট সকল |
০৭। মোবাইল কোর্ট পরিচালনা | উপজেলা নির্বাহী অফিসার ও সভার সভাপতি জানান যে, মোবাইল কোর্ট অব্যাহত আছে। এ ধারা অব্যাহত থাকবে। তিনি আগামী রমজান মাসে ভেজাল খাদ্য/পণ্য সামগ্রী তৈরী/বিক্রয় ও খোলা/নোংরা অবস্থায় বিক্রয় এবং রাসত্মায় অবৈধ যানবাহন চলাচল রোধ কল্পে সকলের সহযোগীতা কামনা করে এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকার জন্য অনুরোধ জানান। | আলোচনান্তে ভেজাল খাদ্য/পণ্যসামগ্রী তৈরী/বিক্রয় ওখোলা/নোংরা অবস্থায় বিক্রয় এবং রাসত্মায় অবৈধ যানবাহন চলাচল রোধ কল্পে মোবাইল কোর্ট পরিচালনার কার্যক্রম অব্যহত রাখার সিদ্ধামত্ম গৃহীত হয়। | ১। উপজেলা নির্বাহী অফিসার ও ভারপ্রাপ্ত কর্মকর্তা কালীগঞ্জ থানা |
আর কোন আলোচ্য বিষয় না থাকায় সভাপতি উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।
(মোঃ কামরুল আহসান তালুকদার)
উপজেলা নির্বাহী অফিসার
ও
সভাপতি
উপজেলা আইন-শৃংখলা কমিটি
কালীগঞ্জ, গাজীপুর।
স্মারক নং- উনিঅ/কালী/গাজী/২০১৩- তারিখঃ খ্রিঃ
সদয় অবগতির জন্যঃ
১। মেহের আফরোজ চুমকি, মাননীয় প্রতিমন্ত্রী, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়।
২। জেলা প্রশাসক, গাজীপুর।
৩। আলহাজ্ব এস.এম নজরম্নল ইসলাম, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, কালীগঞ্জ, গাজীপুর।
অবগতি ও কার্যার্থেঃ
১। ভাইস চেয়ারম্যান/ মহিলা ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ, কালীগঞ্জ, গাজীপুর।
২। উপজেলা..................................................... অফিসার, কালীগঞ্জ, গাজীপুর।
৩। চেয়ারম্যান ................................................... ইউনিয়ন পরিষদ, কালীগঞ্জ, গাজীপুর।
উপজেলা নির্বাহী অফিসার
কালীগঞ্জ, গাজীপুর।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS